(1) বিশ্ববাজারে দেশীয় হস্তশিল্পের বাজার সৃষ্টি ও প্রচারের জন্য বিশ্বমানের ওয়েবসাইট করে ভেরিফাইড উদ্যোক্তাদের ভেন্ডোর করে ই-কমার্সের আওতায় আনা।
(2) দেশীয় হস্তশিল্পের প্রদর্শনীর জন্য ঢাকাতে কেন্দ্রীয় ভাবে একটি শো-রুম প্রতিষ্ঠিত করা যেখানে দেশের সমস্ত জেলার উৎপাদকের সিগনেচার পন্য ডিসপ্লে করতে পারে।
(৩) দেশের সীমানা পেরিয়ে কার্যক্রম সারা বিশে^ ছড়িয়ে দেবার লক্ষ্যে বিভিন্ন দেশে এই সংগঠনের শাখা সৃষ্টি করে দেশ ও দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সামনে এগিয়ে নিতে চেষ্টা করবে।
(৪) সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ভবিষ্যত প্রজন্মের জন্য ঢাকার অদুরে স্থায়ী বসবাসের উপযোগী একটি আদর্শ আবাসন প্রকল্প ও পুজিহীন উদ্যোক্তাদের কর্মক্ষেত্র সৃষ্টির জন্য একটি হস্তশিল্পের উৎপাদনশীল কারখানা প্রতিষ্ঠার চেষ্টা করবে।