সাধারন মেম্বারঃ এই মেম্বার হওয়ার জন্য কোন ফি দিতে হবে না, শুধু উদ্যোক্তার বিস্তারিত লিখে এসোসিয়েশনের ফর্ম পুরন করে সদস্য হতে হবে।

সাধারন মেম্বার সুবিধাঃ

১। ফেসবুক গ্রুপের সকল প্রকার মেম্বাদের জন্য রয়েছে ফ্রী অনলাইন প্রশিক্ষণ এর ব্যবস্থা।

২। বাংলাদেশ হস্তশিল্প এ্যাসোসিয়েশন কতৃক আয়োজিত মেলায় অংশ গ্রহনের সুযোগ।

৩। বাংলাদেশ হস্তশিল্প এ্যাসোসিয়েশন কতৃক আয়োজিত কর্মশালা ও মিটাপে অংশ গ্রহনের সুযোগ।

৪। এসোসিয়েশনের সমাবেশ ও  পিকনিকে উপস্থিত হয়ে ব্যবসায়ীক পরামর্শ গ্রহনের সুযোগ।

৫। এসোসিয়েশনের সেবা সার্ভিস আওতায় ফোনের মাধ্যমে ব্যবসায়ীক পরামর্শ সেবার সুযোগ।