১ লক্ষ্যঃ

মুল লক্ষ্য থাকবে বেকার জনগোষ্ঠিকে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দিয়ে সঠিক ব্যবসায়িক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে দেশের বেকারত্ব দূরীকরণে সরকারের সহযোগী হিসেবে কাজ করা।

 

২ উদ্দেশ্যঃ

ইহা একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী ব্যবসায়িক সংগঠন হইবে; তবে রাষ্ট্র ও সমাজের উন্নয়নের জন্য কিছু পরিসেবা মূলক হাতে কলমে শিক্ষা কার্য পরিচালনা করিবে যাহা সংগঠনের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে এসোসিয়েশন দ¦ারা পরিচালিত হবে এবং দেশের ক্ষুদ্র ব্যবসার উন্নয়ন, উৎপাদন ও উদ্যোক্তাদের উন্নত চিন্তায় গড়ে তুলে একই কাতারে অবস্থান করতে এ সংগঠন কাজ করবে।

 

 সে লক্ষ্যে আমরা যারা দেশি হস্ত শিল্প, বুটিক হাউজ ও কুটির শিল্প নি্যে কাজ করি তাদের সবাইকে নিয়ে একটা ফেসবুক গ্রুপ ও বাস্তবে দিক নির্দেশনা মূলক সংগঠন করে দেশি ক্ষুদ্র শিল্পের বাজার সম্প্রসারনে একযোগে কাজ করে দেশের বেকারত্ব দুরিকরনে ভূমিকা রাখতে এগিয়ে যাচ্ছি।

 

 বাংলাদেশের বিলুপ্তপ্রায় কুটিরশিল্প যেমন তাতী, কুমার, কামার, নকশীকাঁথা ইত্যাদি শিল্পকে টিকিয়ে রাখতে ও তাদের পন্য বিশ্ব বাজারে তুলে ধরতে এই সংগঠন কাজ করবে। উদ্যোক্তাদের পন্য ডেলিভারী ভোগান্তি সহ অনলাইন কেনা-কাটায় অনাস্থা দুরিকরনে সেলারদের ভেরিফাই এর মাধ্যমে ক্রেতা-ভোক্তার আস্থার উন্নতি করতে কাজ করবে।