সম্মানিত বাংলাদেশের উদ্যোক্তাগণ আপনাদের প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাচ্ছি, বাংলাদেশ হস্তশিল্প এ্যাসোসিয়েশন () বিগত ১৭ সাল থেকে মানবতার কল্যাণে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা মুলক কাজ করে যাচ্ছে। এসোসিয়েশনের গঠনতন্ত্রকে অনুসরণ করে সততা, সামাজিকতা ধর্মীয় অনুশাসন মেনে রাষ্ট্রীয় নীতিমালা অনুসরন করে পরিচালিত হয়ে আসছে আমাদের সকল কার্যক্রম। বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশনের সকল সদস্য ছাড়াও আমাদের ফেসবুক গ্রুপের সকল উদ্যোক্তাদের সহযোগীতায় উদ্যোক্তা সৃষ্টি উন্নয়নমূলক বিভিন্ন সেবা নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি দেশের প্রান্তিক পর্যায়ে গড়ে তুলছি জেলা-উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়িক পরিবার।

বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ক্ষুদ্র বানিজ্যিক সংগঠনের গুরুত্ব অপরিসীম। আমাদের সদস্যদের ভেতর সাম্য, মৈত্রী সহযোগিতা বজায় রেখে উদ্যোক্তার পথে সফল হতে এগিয়ে যেতে হবে। দারিদ্র বিমোচন, কর্মসংস্থানসৃষ্টি সামাজিক নিরাপত্তা বিধানে এ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসোসিয়েশনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের সফল ব্যবসায়ি হিসেবে সৃষ্টি করে স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাসম্ভব।
এখানে ছোট-বড়, ধনী-দরিদ্র, নারী-পুরুষের কোন পার্থক্য না রেখে সদস্যরা পারস্পরিক সহযোগিতা নিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন করার লক্ষ্যে উদ্যোক্তা হবার স্বপ্ন বাস্তবায়ন করতে বদ্ধ পরিকর।
উক্তাদের কল্যানে আমরা গড়ে তুলেছিমেডবাংলানামে আরও একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যার উদ্দেশ্য হলো ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি পন্য বিশ্ব বাজারে পৌঁছে দেবার জন্য একটি শক্তিশালী -কমার্স প্লাটফর্ম সৃষ্টি করা। এছাড়াও হস্তশিপ্লের মেলা ফ্রি প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আমাদের সদস্যদের প্রান্তিক পর্যায় থেকে তুলে এনে দক্ষ ব্যবসায়ি হিসেবে তৈরির কাজ অব্যহত থাকবে উদ্যোক্তা উন্নয়ন মূলক সরকারী দপ্তর গুলোর সাথে ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্পর্ক্য সৃষ্টির কাজে বাংলাদেশ হস্তশিল্প এ্যাসোসিয়েশনের কাজ অব্যহত রাখবে।

ন্যায়, নিষ্ঠা সততা রক্ষা করে এসোসিয়েশনকে যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা দোয়া কামনা করছি, মানবতার কল্যাণে সামাজিক উন্নয়নে নিজেকে সংস্থা্র পাশে রেখে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ।
এই এসোসিয়েশনের সকল সদস্য, উপদেষ্ঠা সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং সর্বদা আপনাদের সহযোগিতা কামনা করি।

মোঃ আজিজুর রহমান আজিজ
সভাপতি
বাংলাদেশ হস্তশিল্প এ্যাসোসিয়েশন