সর্বমোট ৩৫ সদস্য সমন্বয়ে গঠিত হইবে। কার্যনির্বাহী পরিষদের নির্বাহী এবং সদস্যগণ সরাসরি ভোটার সদস্যদের দ্বারা কার্যনির্বাহী পরিষদ কর্তৃক প্রণীত বিধি মোতাবেক নির্বাচিত হইবেন। কার্যনির্বাহী পরিষদের কাঠামো হইবে নিম্নরূপঃ-
০১। সভাপতি……………………………….. ১ জন
০২। সহ সভাপতি…………………………… ৫ জন
০৩। সাধারণ সম্পাদক………………………. ১ জন
০৪। যুগ্ম সাধারণ সম্পাদক………………….. ২ জন
০৫। কোষাধ্যক্ষ……………………………… ১ জন
০৬। সাংগঠনিক সম্পাদক…………………… ১ জন
০৭। যুগ্ম সাংগঠনিক সম্পাদক………………. ২ জন
০৮। দপ্তর সম্পাদক…………………………. ১ জন
০৯। সহকারী দপ্তর সম্পাদক……………….. ১ জন
১০। শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক……. ১ জন
১১। সহকারী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক …… ২ জন
১২। সাহিত্য, শিল্প ও প্রকাশনা সম্পাদক …… ১ জন
১৪। সাংস্কৃতিক সম্পাদক …………………… ১ জন
১৫। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক…… ১ জন
১৬। তথ্য ও প্রচার সম্পাদক ……………… ১ জন
১৭। ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক ………….. ১ জন
১৮। বৈদেশিক যোগাযোগ সম্পাদক ……… ১ জন
১৯। দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ……… ১ জন
২০। আইটি সম্পাদক ……………………… ১ জন
২১। অনলাইন প্রচার সম্পাদক ……………… ১ জন
২২। রপ্তানী ও আনÍর্জাতিক বানিজ্য সম্পাদক . ১ জন
২৪। মহিলা বিষয়ক সম্পাদক ……………….. ১ জন
২৭। নির্বাহী সদস্য ……………….. ৫ জন