১) সমিতির সদস্যগণের সার্বিক মান-উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে পারস্পারিক সহযোগিতার আদর্শকে উৎসাহিত ও লালন করিবার মাধ্যমে এসোসিয়েশন কল্যাণ সাধন করিবে;

(২) বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশনের সদস্য ও দেশের জন্য হিতকর ও উন্নয়ন মূলক ব্যবসায়িক প্রকল্পে সহায়তা করা

(৩) উপরে বর্ণিত সংগঠনের উদ্দেশ্য সমূহের বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট হইতে সুবিধাদি আদায়ে প্রচেষ্টা চালাবে;
(4) এসোসিয়েশনের সকল ক্ষুদ্র ও বড় ব্যবসায়ীদের নিয়ে একসাথে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায় স্টল নিয়ে সকলের প্রডাক্ট বাজারজাত করনের সুযোগ করে দেওয়া।
(5) এই এসোসিয়েশনের মাধ্যমে দেশীয় হস্তশিল্পের সঠিক মূল্যায়ন, উন্নয়ন ও সঠিক মূল্য নির্ধারনের জন্য এক সাথে কাজ করা।(6) কেন্দ্রীয় ভাবে সকলে মিলে ঢাকাতে একটি দেশিয় হস্তশিল্পের বিক্রয় কেন্দ্র করতে চাই, যেখানে এই এসোসিয়েশনের সকল সদস্যদের হাতে তৈরি পণ্য বিক্রয় হবে খুচরা ও পাইকারি। যারা ঘরের মধ্যে বসে তার কাজের সঠিক মূল্যায়ন পাচ্ছেনা তাদেরকে আলোর পথ খুঁজে বের করে তুলে ধরতে চাই।
(7) কেন্দ্রীয় ভাবে বিক্রয় কেন্দ্র করে সেখানে এই এসোসিয়েশনের কিছু বেকার সৎ সদস্যগণের কর্ম সংস্থানের ব্যবস্থা করতে চাই।

(8) এই এসোসিয়েশনের মাধ্যমে প্রশিক্ষণ কেন্দ্র করে দুর্বল সদস্যদের কে প্রশিক্ষিত করে তাদের ভাল কিছু করার উপায় বের করে দিতে চাই।

(9) এই এসোসিয়েশনের নিজস্ব উদ্যগে মাঝে মাঝে সকলের প্রডাক্ট নিয়ে মেলার আয়োজন করা।

(১০) অনলাইন ইকমার্স ব্যবসার জন্য ডেলিভারি/হোমডেলিভারি একটি বিষেশ গুরুত্বপুর্ন বিষয় সে বিষয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগীতা করা ও ভোক্তাধিকার আইন বিষয়ে সচেতন করা।

(11) দেশের বাইরে বিশ্ববাজারে দেশীয় হস্তশিল্পের বাজার সৃষ্টি করা।

(12) বড় ধরনের কোন অর্ডার হলে একক ভাবে কেউ না পারলে সম্মিলিত ভাবে অর্ডার সম্পন্ন করে ক্রেতা কে আশ্বস্ত করা।

(১৩) বাংলাদেশের সকল ক্ষুদ্র উদ্যোক্তা যাহারা ঢাকায় ও ঢাকার বাহিরের জেলায় কর্মরত ও বসবাসরত তাহাদের সমন্বয়ে ও সদস্য ভুক্তির মাধ্যমে সমিতি পরিচালনা করিবে এবং সকলের মধ্যে কার্যকর সমন্বয় সাধনের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করিবে, সর্বোপরি আপদকালীন সময়ে ক্ষতি গ্রস্থদের সাহায্য ও সহযোগিতা করিবে:******************

(১৪) বাংলাদেশের ঐতিহ্যের ভিত্তিতে ক্রীড়া, সংস্কৃতি ও শিল্পের  উন্নয়ন সাধনে কাজ করিবো;

(ছ) সংগঠনের সদস্যগণের মধ্যে সাংস্কৃতিক ও ভাবগত ঐক্য এবং সহযোগিতার মনোভাব গঠনে পত্র-পত্রিকা, সাময়িকী ও অন্যান্য প্রকাশনা সম্পদানা ও  প্রকাশ করিবে;

(১৫) প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশনের সদস্য ক্ষুদ্র উদ্যোক্তা তথা দেশের সমস্যাগ্রস্থ মানুষকে সক্রিয়ভাবে সাহায্য ও সহযোগিতা করিবে;

(১৬) সংগঠনের উপরোক্ত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সহায়ক সকল ধরনের উপযুক্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবে;

(১৭) ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে ও স্বল্পমূল্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করবে;

(১৮) চিকিৎসা ক্ষেত্রে রক্তদান, আর্থিক সাহায্যসহ সকল প্রকার সহযোগিতার চেষ্টা করিবে;

(১৯) ক্ষুদ্র ও ব্যবসায়িক উদ্যোক্তাদের জন্য ঢাকা ও ঢাকার বাহিরে জেলা ভিত্তিক প্রদর্শনী মেলার আয়োজন করে তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারে সাহায্য করবে;

(২০) হস্তশিল্প শ্রমিকদের উন্নয়ন ও প্রশিক্ষণে সহযোগীতা করে দক্ষ করে গড়ে তুলে কর্মক্ষম জনশক্তি গড়ে তুলতে কাজ করবে।

(২১) হত দরিদ্র পুজিহীন উদ্যোক্তাদের সহযোগীতা করা এবং রপ্তানী কাজে বায়ার ও উৎপাদকের মধ্যে সমন্বয়ক হিসেবে এই সংগঠন কাজ করবে।

পরিশেষে সংগঠনের উপরোক্ত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সহায়ক সকল ধরনের উপযুক্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবে;